
ভারত সরকার চলতি বছরের ১৩ মে গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। উদ্দেশ্য ছিল স্থানীয় চাহিদা মেটাতে সরবরাহ বাড়ানোর পাশাপাশি মূল্য নিয়ন্ত্রণে রাখা। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি এখন পর্যন্ত প্রায় এক ডজন দেশে ১৮ লাখ টন গম রফতানি করেছে। যেসব দেশে শস্যটি রফতানি করা হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ ও আফগানিস্তান। ভারতের খাদ্য সচিব শুধাংশু পান্ডে সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। খবর দ্য হিন্দু।
তিনি বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন মানবিক সহায়তা হিসেবে আফগানিস্তানে ৫০ হাজার টন গম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। এরই মধ্যে ৩৩ হাজার টন সরবরাহ করা হয়েছে।
এ বিষয়ে এক বিবৃতিতে পান্ডে বলেন, ১৩৮ কোটি জনসংখ্যার চাহিদা পূরণের দায়ভার সত্ত্বেও বৈশ্বিক চাহিদাকে সব সময় বিবেচনায় রাখে ভারত। ভারত সরকার স্থানীয় বাজারে প্রাপ্যতা সুরক্ষায় মূলত রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যেসব দেশে সংকট, সেসব দেশে সরবরাহ নিশ্চিত করার ব্যাপারেও সচেষ্ট সরকার। প্রকৃতপক্ষে যেসব প্রতিবেশী দেশে চাহিদা কিংবা যেসব দেশে খাদ্য ঘাটতি আছে, সেসব দেশে ভারত সরবরাহ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে সরকার টু সরকার ম্যাকানিজম অনুসরণ করা হচ্ছে।
এনজে