২২ শতাংশ কমেছে মালেয়শিয়ান পাম অয়েলের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৬-৩০ ০৯:৩৭:৩০

সম্প্রতি লক্ষণীয় মাত্রায় কমেছে পাম অয়েলসহ অন্যান্য ভোজ্যতেলের দাম। এ পরিস্থিতিতে কিছু কোম্পানি পাম অয়েল প্রক্রিয়াকরণ বন্ধ করে দেয়। ফলে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাম অয়েল মিলারদের প্রতি দাম কমে গেলেও উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া সরকার। খবর বিজনেস রেকর্ডার।
মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশ। দেশটির শিল্পসংশ্লিষ্টরা জানান, দাম অলাভজনক পর্যায়ে পৌঁছলেই দেশটির মিলগুলো সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।
তথ্য বলছে, চলতি মাসে অপরিশোধিত পাম অয়েলের সবচেয়ে বড় দরপতন দেখেছে মালয়েশিয়া। পণ্যটির দাম ২২ শতাংশ কমে ১৩ বছরের সর্বনিম্নে নেমেছে। অর্থাৎ চলতি বছর দাম যতটুকু বেড়েছে তার পুরোটাই এ দরপতনে বিফল হয়ে গিয়েছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













