টপটেন গেইনারে বস্ত্র খাতের আধিপত্য
প্রকাশ: ২০১৫-১০-১৩ ১৭:২০:১৭
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনারে আধিপত্য বিস্তার করছে বস্ত্র খাত। এদিন গেইনারে ১০ কোম্পানির মধ্যে ৫টিই বস্ত্র খাতের। আজ এ খাতের নেতৃত্বে ছিল অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ গেইনার তালিকায় থাকা অলটেক্স ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ। আজ কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ১৮ টাকা ৯০ পয়সা দরে। এদিন ৮৩৭ বারে কোম্পানিটির লেনদেন হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৯৫৬টি শেয়ার।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৮ পয়সা বা ৭ দশমিক ৫৬ শতাংশ। আজ কোম্পানিটির সর্বশেষ লেনদেন ২৫ টাকা ৬০ পয়সা দরে। এদিন ৪৮৮ বারে কোম্পানিটির ৮ লাখ ১৬ হাজার ২৫৪ টি শেয়ার লেনদেন হয়।
গেইনারের পঞ্চম স্থানে রয়েছে এ খাতের সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৬ পয়সা বা ৪ দশমিক ২৩ শতাংশ। আজ কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ১৪ টাকা ৮০ পয়সা দরে। এদিন ১ হাজার ৩৬৯ বারে কোম্পানির ৫১ লাখ ৩ হাজার ২৯৮টি শেয়ার লেনদেন করে।
এছাড়া গেইনারে থাকা বস্ত্র খাতের অন্য কোম্পানিগুলো হচ্ছে –স্টাইলক্রাফট লিমিটেড ও এইচ আর টেক্সটাইল।