সেক্স টেপের ভয় দেখিয়ে বৃদ্ধের থেকে লক্ষাধিক হাতালেন মহিলা

প্রকাশ: ২০১৬-০৩-০৫ ১৭:০৬:২৩


sex-tapeসেক্স টেপের ভয় দেখিয়ে ৮৮ বছরের বৃদ্ধের থেকে লক্ষাধিক টাকা আদায় করল এক মহিলা৷ পরে পুলিশের জালে ধরা পড়ে ৩৪ বছর বয়সী এই মহিলা এখন শ্রীঘরে৷ নিউজিল্যান্ডের হেস্টিং জেলার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷

হঠাৎ করেই ফোন একদিন এসেছিল ওই বৃদ্ধের কাছে৷ ফোনে তাঁকে জানানো হয়েছিল, টাকা না দিলে, এক নাবালিকার সঙ্গে তাঁর সঙ্গমের ভিডিও পুলিশের কাছে ফাঁস করে দেওয়া হবে৷ আচমকা এরকম ফোন পেয়ে হকচকিয়ে যান তিনি৷ যদিও এরকম কোনও কাজ তিনি করেননি, কিন্তু সামাজিক সম্মান তাঁকে ভাবিয়ে তোলে৷

‘‘ আমার বয়স ৮৮ বছর৷ যদি মিথ্যে করেও কেউ এরকম কিছু রটায়, তাহলে কী কেলেংকারি হবে ভেবেই আমি ওই মহিলার প্রস্তাবে রাজি হয়েছিলাম৷,’’ জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই বৃদ্ধ৷ কিন্তু এ স্রেফ ঘুঘু ছিল, ফাঁদ দেখা তখনও বাকি৷ প্রথমবার দাবি করা মাত্র টাকা পেয়ে যাওয়ায়, দ্বিতীয়বার টাকা চেয়ে বসেন ওই মহিলা৷ পুলিশি তদন্তে উঠে এসেছে অন্তত বার দশেক ওই বৃদ্ধকে ফোন করেন মহিলা৷

প্রতিবারই নানা অঙ্কের টাকা চাওয়া হয়৷ একই ফাঁদে পড়ে প্রতিবার ওই মহিলার চাহিদা মেটাতে থাকেন বৃদ্ধ৷ কিন্তু বেপরোয়া হয়েই বিপত্তিতে পড়েন ওই মহিলা৷ এতটাই দুঃসাহসিক তিনি যে, নিজে গাড়িতে করে ওই বৃদ্ধকে ব্যাংকে নিয়ে যান৷ ব্যাংক থেকে তাঁকে টাকা তুলে আনতে বলেন, সেইসময় তিনি নিজে গাড়িতে অপেক্ষা করতে থাকেন৷

সেবার ৬৮০০ ডলার নিজের অ্যাকাউন্ট থেকে তুলতে চেয়েছিলেন ওই বৃদ্ধ৷ এত বেশি অঙ্কের টাকা তাও আবার ঘনঘন অ্যাকাউন্ট থেকে তুলছেন দেখে সন্দেহ হয় ব্যাঙ্ক অফিসারদের৷ সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশকে ঘটনাটি জানান৷ পুলিশ এসে যাওয়ায়প্রায় হাতেনাতে ধরা পড়েন ওই মহিলা৷ সন্ধ্যা তুয়াহিন নামে ওই মহিলা এখন পুলিশের হেফাজতে৷

কিন্তু কোনওরকম খারাপ কাজ না করে কেন এই মহিলার পাতা ফাঁদে পা দিলেন ওই বৃদ্ধ? পুলিশি তদন্তে জানা যাচ্ছে, ওই বৃদ্ধের এরকম কোনও অতীত রেকর্ড নেই৷সামাজিক সম্মানের কথা ভেবেই প্রায় নিঃস্ব হয়েছেন তিনি৷ গচ্চা যাওয়া বিপুল অঙ্কের অর্থ ফেরৎ পাওয়ার আশায় এখন দিন গুণছেন ওই বৃদ্ধ৷ সূত্র: বেঙ্গলী কলকতা

সানবিডি/ঢাকা/এসএস