শুল্কমুক্ত ভোজ্যতেল আমদানিতে ব্যবসায়ীদের জন্য কোটা নির্ধারণ করে দিয়েছে ভারত সরকার। এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটের এক প্রতিবেদনে জানা যায়, এ সুবিধার আওতায় দেশটির সরকার প্রতিটি ব্যবসায়ীকে সর্বোচ্চ দুই লাখ টন পর্যন্ত সয়াবিন ও সূর্যমুখী তেল আমদানির অনুমতি দেবে। মূলত অভ্যন্তরীণ বাজারে মূল্য নিয়ন্ত্রণের উদ্দেশ্যে শুল্কমুক্ত আমদানি সুবিধা প্রদান করা হবে।
আগামী বছরের ৩০ জুন অথবা ইস্যুর তারিখ থেকে এক বছর পর্যন্ত এ শুল্কমুক্ত কোটা সুবিধা বহাল থাকবে। জানা যায়, শুল্কমুক্ত অপরিশোধিত সয়াবিন তেল আমদানির জন্য ৯৯ জন আবেদনকারীকে কোটা সুবিধা ইস্যু করা হয়েছে। অন্যদিকে অপরিশোধিত সূর্যমুখী তেল আমদানির জন্য ৮৫টি ফার্মকে কোটা ইস্যু করা হয়েছে।
এনজে