তিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না৷ তাই বলেছিলেন ভগবান নেই৷ আর তাতেই ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে কারাগারে ঠাঁই হল ভিক্টর কার্সনভ নামে এক রাশিয়ান ব্যক্তির৷
অনলাইন এক আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেছিলেন ওই ব্যক্তি৷ খ্রীষ্ট ধর্ম নিয়ে আলোচনায চলাকালীন তিনি জানান, ‘বাইবেলে যে সমস্ত রূপকথার গল্প আছে তা যদি ফালতু হয় তো ফালতু৷ আমার কাছে অন্তত ঈশ্বরের কোনও অস্তিত্ব নেই৷’ ওই আলোচনায় অংশ নেওয়া আর এক ব্যক্তিই তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনেন৷ তারপরই গ্রেফতার করা হয় তাঁকে৷ এই আইন লাগু হয় ২০১৩ সালে৷ ধর্মকে কেন্দ্র করে বাধা এক দাঙ্গার প্রেক্ষিতে এই আইন আনা হয়৷ সেই আইনের আওতাতেই গ্রেফতার হন ওই ব্যক্তি৷ দোষী সাব্যস্ত হলে প্রায় বছরখানেক কারাবাস হতে পারে তাঁর৷
মাথায় শাস্তির খাঁড়া ঝুললেও এখনও নিজের মত থেকে সরে আসেননি ওই ব্যক্তি৷ তিনি এখনও জানাচ্ছেন, তিনি নাস্তিক৷ কোনওরকম ধর্ম ও ধর্মকেন্দ্রিক ছুটির দিনে তাঁর কোনও বিশ্বাস নেই৷ এর আগে মানবাধিকার সংগঠনগুলি এই আইনের তীব্র সমালোচনা করেছে৷ কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি৷ নিজের বিশ্বাস স্বাধীনভাবে প্রকাশ করতে গিয়ে হয়ত শ্রীঘরই ঠিকানা হতে চলেছে ওই ব্যক্তির৷
সানিবডি/ঢাকা/এসএস