
২০২১-২২ বিপণন মৌসুমে ভারতের পেঁয়াজ রফতানি আয় বেড়ে তিন বছরের সর্বোচ্চে পৌঁছেছে। বাংলাদেশ ও নেপালসহ প্রধান প্রধান আমদানিকারক দেশে মসলাপণ্যটির ব্যাপক চাহিদা থাকায় রফতানি আয়ে এমন উল্লম্ফন এসেছে। আর এতে সহায়তা করেছে ঊর্ধ্বমুখী উৎপাদন। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
তথ্য বলছে, ২০২১-২২ বিপণন মৌসুমে ভারত সব মিলিয়ে ৪৬ কোটি ডলারের পেঁয়াজ রফতানি করে। মূল্যমানের দিক থেকে আগের বিপণন মৌসুমের তুলনায় রফতানি ২২ শতাংশ বেড়েছে। ওই মৌসুমে দেশটি ৩৭ কোটি ৮০ লাখ ডলারের পেঁয়াজ রফতানি করেছিল। তবে পরিমাণের দিক থেকে রফতানি কমেছে। দেশটি ১ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টন পেঁয়াজ রফতানি করেছে।
রুপির দিক থেকে রফতানি আয় বেড়েছে ২১ শতাংশ। ২০২১-২২ মৌসুমে ভারত ৩ হাজার ৪৩২ কোটি রুপির পেঁয়াজ রফতানি করে। আগের মৌসুমে রফতানি আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৮২৬ কোটি রুপি।
বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় পেঁয়াজ ক্রেতা দেশ। ২০২১-২২ মৌসুমে বাংলাদেশ ভারতের কাছ থেকে ৬ লাখ ৫৮ হাজার টন পেঁয়াজ কিনেছে। আগের মৌসুমে ক্রয়ের পরিমাণ ছিল ৫ লাখ ৫২ হাজার টন। সে হিসাবে আমদানি ১৯ শতাংশ বেড়েছে। মূল্যমানের দিক থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি ৭২ শতাংশ বেড়েছে। এ সময় ভারত বাংলাদেশে ১৭ কোটি ৪০ লাখ ডলারের পেঁয়াজ রফতানি করে। আগের মৌসুমে রফতানি করা হয়েছিল ১০ কোটি ১০ লাখ ডলারের পেঁয়াজ।
এনজে