পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। স্থানীয় সময় রোববার (৩ জুলাই) সকালে দেশটির বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় এ দুর্ঘটনা ঘটে।
সহকারী কমিশনার মেহতাব শাহ জানান, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর ও সরু একটি গিরিখাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
বাসটি ৩০ জনের বেশি যাত্রী নিয়ে রাজধানী ইসলামাবাদ থেকে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, রক্তাক্ত যাত্রীদের সাহায্য করছেন উদ্ধারকর্মীরা।
সূত্র: ডন