বন্যাকবলিত এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয় বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা আরও ৫ দিন বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা কোর কমিটির ৫ম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুন) ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির পঞ্চম সভায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রোববার আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী শুক্রবার (৮ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে এবং ১৫ জুলাই (শুক্রবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। এর আগে আবেদন শুরু হয় ১৫ জুন বেলা ১১টায়।
এ সম্পর্কিত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এম জি