পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা লাগেজ সংগ্রহের জন্য ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন, যা অত্যন্ত পীড়াদায়ক।
তিনি বলেন, বিদেশে প্রবাসীরা অনেক কষ্ট করেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করছে।
রোববার (৩ জুলাই) পর্তুগাল থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে লাগেজ বেল্ট এরিয়াতে অপেক্ষমান যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।
যাত্রীদের এ ধরনের দুর্ভোগের জন্য বিমানবন্দরে আমাদের অব্যবস্থাপনাই দায়ী বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর যোগাযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর ব্যবস্থাপকের লাগেজ বেল্ট এরিয়াতে আসেন এবং বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এ ছাড়া সমস্যাটির ব্যাপারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ফোন করেন ড. মোমেন। তিনিও যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং সেবার মান বাড়ানোর বিষয়ে আশ্বস্ত করেন।
এম জি