নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনায় স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মোরসালিনকে প্রত্যাহার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় সোমবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসপি প্রবীর কুমার বলেন, মোরসালিন মামলার বাদী। তাই যেকোনো সময়ে তাঁকে লাগতে পারে, সেজন্য তাঁকে নড়াইল শহরে আনা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এসআই মো. মোরসালিনকে মির্জাপুর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নড়াইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ শওকত কবীরকে প্রত্যাহার করে খুলনায় রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়।
এম জি