ঈদুল আজহাকে কেন্দ্র করে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ২৯টি (যাওয়া-আসা মিলে ৫৮টি) ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। আগামী ৫ জুলাই থেকে আগামী ১৩ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটগুলো পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৈয়দপুর রুটে অতিরিক্ত নয়টি (যাওয়া-আসা মিলে ১৮টি), যশোর রুটে অতিরিক্ত আটটি (যাওয়া-আসা মিলে ১৬টি), বরিশাল রুটে অতিরিক্ত ছয়টি (যাওয়া-আসা মিলে ১২টি) এবং রাজশাহী রুটে অতিরিক্ত ছয়টি (যাওয়া-আসা মিলে ১২টি) ফ্লাইট পরিচালিত হবে। সাধারণ সময়ে অভ্যন্তরীণ রুটে সপ্তাহে ৯৫টি ফ্লাইট পরিচালনা করে বিমান।
যাত্রীরা বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট কিনতে পারবেন।
এম জি