কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে তানভিরুল হক তানিম (১৪) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় মুমূর্ষু অবস্থায় মাহিম নামের আরও এক জনকে উদ্ধার করেছে লাইফ গার্ড ও বীচকর্মীরা।
সোমবার (৪ জুলাই) বিকেলে লাবণী পয়েন্ট এই ঘটনা ঘটে।
নিহত তানভিরুল সদর উপজেলার বাস টার্মিনাল এলাকার নুরুল হকের ছেলে। সে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ৭ম শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার টুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, দুপুরে সদর উপজেলার টার্মিনাল এলাকা থেকে কিছু স্কুল পড়ুয়া ছেলে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসে। সৈকতে ফুটবল খেলার পর সহপাঠীরা মিলে সাগরে গোসলে নামে। গোসলের এক পর্যায়ে টিউব উল্টে ২ বন্ধু সাগরে ভেসে যায়। পরে লাইফ গার্ড কর্মীদের সহযোগিতায় একজনকে জীবিত উদ্ধার করা হয়। ৪০ মিনিট পর অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, মুমূর্ষু অবস্থায় ২ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে হাসপাতালে আনার পথে এক জনের মৃত্যু হয়। অপর জনের চিকিৎসা চলছে।
নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
এম জি