নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে জালাল উদ্দিন মিলন ও লিলি বেগম নামের ২ জন নিহত হয়েছেন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।
সোমবার (৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের বিজয় নগরের বাংলাবাজার-সোনাপুর সড়কে এ ঘটনা ঘটে।
৪৮ বছর বয়সী জালালের বাড়ি কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে। ৩৫ বছরের লিলি বেগম কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের বাদামতলী এলাকার আলী সওদাগরের স্ত্রী।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, বেলা সাড়ে ৩টার দিকে কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে একটি পিকঅ্যাপ ভ্যান সদর উপজেলার সোনাপুরের উদ্দেশে যাত্রা করে। চরফকিরা ইউনিয়নের বিজয় নগর এলাকায় ভ্যানটির সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জালাল মারা যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অটোরিকশার যাত্রী লিলি বেগম ও চালক মামুনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক লিলিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, স্থানীয়রা পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এম জি