পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকমের পরিচালনা পর্ষদ এসওএস ডেভেলপমেন্টের শেয়ার হস্তান্তর চুক্তি অনুমোদন করেছে। কোম্পানিটি এসওএস ডেভেলপমেন্টের ৬০% শেয়ার অধিগ্রহণ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শেয়ার অধিগ্রহণ করতে কোম্পানিটির ২ কোটি টাকা ব্যয় হবে। এসওএস ডেভেলপমেন্ট লিমিটেড একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং এর ব্যবসার প্রকৃতি অগ্নি নিরাপত্তা সমাধান পরিসেবা প্রদান করা।
শেয়ার অধিগ্রহণের অর্থ কোম্পানির নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করা হবে। এসওএস ডেভেলপমেন্ট “ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট” এর সাথে একটি যৌথ উদ্যোগে চুক্তি করেছে। ফায়ার গার্ড হিসাবে ইনস্ট্যান্ট রেসপন্স সিস্টেমসহ একটি উদ্ভাবনী ডিভাইসের সাথে অগ্নি নিরাপত্তা সমাধান পরিসেবা প্রদান করা হয়।
এডিএন ও এসওএসের মধ্যে চুক্তির মেয়াদ ১০ বছর। আর এর মাধ্যমে বছরে ৫০ কোটি টাকা রাজস্ব আসবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস