গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেউলিয়াবাড়ী এলাকায় ঝুটোর গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
মঙ্গলবার (৫ জুলাই) রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রথমে ১টি গোডাউনে আগুন লাগে, পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের গোডাউনে ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে দেউলিয়াবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আগুন লাগার কারণ এখন কিছু বলা যাচ্ছে না।
এম জি