বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
১০ বলিউড তারকার দ্বিতীয় বিয়ে
প্রকাশিত - মার্চ ৬, ২০১৬ ১১:৪৭ এএম

আগে বলা হত, বিয়ে একবারই হয় । তবে এখন যুগ বদলেছে। প্রথমবার বিয়ে হয়ে তা ভেস্তে গেলেও বহু মানুষ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন নতুন স্বপ্ন নিয়ে। এবং অনেকের ক্ষেত্রে সে সিদ্ধান্ত সত্যিই ফলপ্রসূ হয়ে উঠছে। বলিউডের চেনা তারকারাও তো আমাদের মতো রক্ত মাংসের মানুষ। তাঁরাও বা কেন এ কাজে বাদ যান। তাদের ক্ষেত্রেও একই নিয়ম খাটে।
প্রথমবার বিয়ের পর তা ভেস্তে গেলেও বহু পরিচিত বলি তারকাই দ্বিতীয়বার বিয়ে করেছেন এবং শান্তিতে ঘর করছেন। নিচের লেখায় দেখে নিন, কোন কোন বলিউড তারকারা দ্বিতীয়বার বিয়ের সময়ে লাইমলাইটের সব আলো শুষে নিয়েছিলেন-
রাজ বব্বর-স্মিতা পাতিল
রাজের প্রথম স্ত্রীর নাম ছিল নাদিরা জাহির। পরে তিনি স্মিতা পাতিলকে বিয়ে করেন। তবে স্মিতার অকালমৃত্যুর পরে ফের একবার প্রথম স্ত্রীর সঙ্গে থাকতে শুরু করেন রাজ।

শাবানা আজমি-জাভেদ আখতার
জাভেদ আখতার ও শাবানা আজমি ১৯৮৪ সালে বিয়ে করেন। এর আগে হানি ইরানিকে বিয়ে করেছিলেন জাভেদ। সেই ঘরে তাঁর দুই সন্তান হয়, ফারহান ও জোয়া।

রবিনা-অনিল
ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাদানিকে ২০০৪ সালে বিয়ে করেন রবিনা টন্ডন। তার আগে অনিলের বিয়ে ছিল নাতাশা সিপ্পির সঙ্গে। অনিল-নাতাশার বিয়ে ভাঙার জন্য দায়ী করা হয় রবিনাকে। তবে সেসব পাত্তা না দিয়ে রবিনা-অনিল দুজনে বিয়ে করেন।

আমির-কিরণ
বলিউডের ‘মিস্টার পারফেকশিস্ট’ আমির খান তাঁর ছোটবেলার প্রেমিকা রিনার সঙ্গে ঘর করেন ১৯৮৭-২০০২ পর্যন্ত। পরে ‘লগান’ সিনেমার সহকারি পরিচালিকা কিরণ রাওকে ২০০৫ সালে বিয়ে করেন আমির।

ধর্মেন্দ্র-হেমা
‘তুম হসিন ম্যায় জবান’ সিনেমার সেটে আলাপ হয় ধর্মেন্দ্র ও হেমা মালিনীর। ধর্মেন্দ্রর বিয়ে হয়ে গিয়েছিল এবং দুই ছেলেও ছিল। ধর্মেন্দ্রর স্ত্রী প্রকাশ কৌর তাঁকে ডিভোর্স দিতে রাজি ছিলেন না। তাই বাধ্য হয়ে ধরম পাঁজি ও হেমা ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন।
বনি কাপুর-শ্রীদেবী
বলিউডের অন্যতম পরিচিত প্রযোজক বনি কাপুর তাঁর স্ত্রী মোনার সঙ্গে ৮ বছরের সম্পর্ক ভেঙে দেন। এরপর ১৯৯৬ সালেই বিয়ে করেন শ্রীদেবীকে।
সাঈফ-কারিনা
সাঈফ ১৯৯১ সালে নিজের ক্যারিয়ার শুরুরও আগে বিয়ে করেন অমৃতা সিংকে। ২০০৪ সালে তাঁদের সম্পর্কে ছেদ পড়ে। এরপরে ২০০৭ সাল থেকে কারিনা কাপুরের সঙ্গে ডেটিং শুরু করেন সাঈফ। ২০১২ সালে দুজনের বিয়ে হয়।
শিল্পা-রাজ
বলিউডের অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠেছিল রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিয়ে। এর আগে শিল্পপতি রাজ কবিতা নামের একজনকে বিয়ে করেন। পরে শিল্পাকে বিয়ে করবেন বলে কবিতাকে ডিভোর্স দেন রাজ।
সঞ্জয়-মান্যতা
সঞ্জয় দত্তের এটি তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৭ সালে সঞ্জয় রিচা শর্মাকে বিয়ে করেন। তিনি মারা যাওয়ার পর ফের একবার ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জুবাবা। তবে তাঁকে ২০০৫ সালে ডিভোর্স দিয়ে ২০০৮ সালে মান্যতাকে বিয়ে করেন মুন্নাভাই।
কারিশ্মা-সঞ্জয়
২০০৩ সালে কারিশ্মা কাপুর শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। তার আগে সঞ্জয়ের একটি বিয়ে হয়ে গিয়েছিল। নন্দিতা মাহতানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.