

এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। তবে এ দুই দলের লড়াই অনেক আগেই শুরু হয়ে গেছে সোশাল মিডিয়ায়। এ বিষয়ে ভারতীয় মিডিয়ায় তৎপরতা বেশি। ওয়ানডে বিশ্বকাপের সময়কার একটি ব্যাঙ্গাত্মক ছবি নিয়ে উঠেপড়ে লাগে ভারতীয় গণমাধ্যমগুলো।
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাঁটা মুণ্ডু হাতে নিয়ে আক্রমণাত্নক ভঙ্গিতে চেয়ে আছেন। সমর্থকদের তৈরি এই ছবি এশিয়া কাপের ফাইনালকে সামনে রেখে আবারো নতুন করে আলোচনায় নিয়ে আসে ভারতীয় গণমাধ্যমগুলো।
ভারতের আনন্দবাজার ও কলকাতা ২৪ এ প্রকাশিত প্রতিবেদন এবার সে বিষয়ে মুখ খুললেন ভারতীয় দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। সংবাদ সম্মেলনে শাস্ত্রীকে ধোনি ও তাসকিনের ছবির কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলে দেন, ‘আমি নিউজপেপার পড়ি না। আপনারা পড়েন তাই যা ভালো বুঝবেন লিখবেন।
আমাদের কাজ খেলে যাওয়া। আর আমরাও সেটাই করতে চাই।' তিনি আরো বলেন, 'আমি ম্যাচের দিনও সংবাদপত্র পড়তে পছন্দ করি না। আপনারাই বরং এটা নিয়ে ভাবুন। আমরা আমাদের কাজটা করার দিকেই মন দিতে চাই।’
সানবিডি/ঢাকা/এসএস