কুড়িগ্রামের ফুলবাড়ীতে আমন বীজতলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নুর ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখান কপুর মাষ্টারটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক ওই এলাকার এছাহাকের ছেলে। এর আগে বুধবার একইভাবে বিদ্যুৎস্পৃষ্টে আরেক কৃষকের মৃত্যু হয়।
স্থানীয় খলিল জানান, সকাল সাড়ে ৯টার দিকে আমন বীজতলায় সেচ দেয়ার জন্য মটর ঘরে যান কৃষক নুর ইসলাম। সেখানে সুইচ দেয়ার জন্য বোর্ডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এক দিনের ব্যবধানে একইভাবে দুই কৃষকের মৃত্যুর ঘটনা খুবই মর্মান্তিক। তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এম জি