পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত ৪৮ ঘণ্টার মধ্যে ৫০ জনেরও বেশি রাজনীতিবিদ তার সরকার থেকে পদত্যাগ করায় ব্যাপক চাপের মুখে পদত্যাগ করেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর দপ্তর ১০ ডাউনিং স্ট্রিটের সামনে এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দিয়েছেন।
জনসন জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়া উচিত। আগামী সপ্তাহে এই নির্বাচন প্রক্রিয়ার সময়-সীমা ঘোষণা দেওয়া হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘স্পষ্টতই সংসদীয় কনজারভেটিভ পার্টির ইচ্ছা যে পার্টির একজন নতুন নেতা হওয়া উচিত এবং তাই একজন নতুন প্রধানমন্ত্রী হওয়া উচিত। নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আমি দায়িত্ব পালন করব।’
পদত্যাগ করতে গিয়ে নিজের বেদনার কথা জানিয়েছে তিনি বলেন, ‘আমি আপনাদের জানতে চাই যে আমি বিশ্বের সেরা চাকরিটি ছাড়তে গিয়ে দিতে কতটা বেদনার্ত। কিন্তু ছাড়তে তো হবেই।’
জনসন বলেন, ‘রাজনীতিতে কেউই দূর থেকে অপরিহার্য নয়। আমাদের উজ্জ্বল এবং ডারউইনীয় ব্যবস্থা অন্য নেতা তৈরি করবে।’ নতুন নেতাকে যতটা সম্ভব সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
এম জি