যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে তৈরি ৯ দশমিক ০১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ৮৪ হাজার কোটি টাকা (ডলার প্রতি ৯৩ দশমিক ৪৫ টাকা হিসেবে)। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্য মতে, ২০২১-২২ অর্থবছরের ৫২ দশমিক ০৮ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি আয় হয়েছে যুক্তরাষ্ট্রে। আগের বছরের চেয়ে ৫১ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৯ দশমিক ০১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা টাকার অংকে ৮৪ হাজার ১৯৮ কোটি ৪৫ লাখ টাকা।
এ বিষয়ে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, রপ্তানির প্রধান বাজারগুলো এখনো ইতিবাচক। করোনা-পরবর্তী বিশ্বে এবং ইউক্রেনের সংঘাতের কারণে ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বাণিজ্য গতিশীলতায় আগামী দিনগুলোতে একটি তীক্ষ্ণ পরিবর্তন দেখতে পাবে। বৈশ্বিক অর্থনীতি এবং বাণিজ্যও সামনে একটি হতাশাজনক দৃষ্টিভঙ্গি দেখাবে যা আমাদের জন্য উদ্বেগের বিষয়। তাই আমাদের অভিভূত হওয়া উচিত নয়, বরং সতর্কতার সঙ্গে আশাবাদী হতে হবে।
এএ