রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির ঘরোয়া কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। এ সময় জাল টাকা তৈরি, বিপণন ও জাল টাকা কিনতে আসা মোট চারজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় গোয়েন্দা গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান এসব তথ্য জানান ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজন আইনজীবীর সহকারী। তার নাম আবু বকর সিদ্দিক রিয়াজ। বাকি তিনজন হলেন- মেশিনম্যান রফিকুল ইসলাম সাকির, বিপণন সহকারি মনির হোসেন ও বিউটি আক্তার।
ডিবি পুলিশ, গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান বলেন, আটকদের কাছ থেকে প্রায় ৫০ লাখ জাল টাকা, টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, বিভিন্ন ধরনের কাগজ, কালিসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
তিনি জানান, কোরবানির পশুহাটগুলোকে টার্গেট করে চক্রটি জাল টাকার কারবার করছিল।
ডিবি পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, জাল টাকা তৈরি ও বিপণনের বিরুদ্ধে আমাদের অভিযান এখনো চলছে। শেষে হলে বিস্তারিত জানানো হবে।
এএ