প্রতি ইউনিট (১০০০ লিটার) পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (৭ জুলাই) ওয়াসা পরিচালনা বোর্ডের এক ভার্চুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ওয়াসা বোর্ডের প্রতিনিধি দীপ আজাদ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ বলেন, ‘পানির নতুন দাম আগামী সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
এটা আবাসিক ও বাণিজ্যিক-দুই ধরনের ব্যবহারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ’
আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি ইউনিট পানির দাম বর্তমানে ১৫ টাকা ১৮ পয়সা; যা ৫ শতাংশ বেড়ে হবে ১৫ টাকা ৯৩ পয়সা। বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিট পানির দাম ৪২ টাকা; যা হবে ৪৪ টাকা ১০ পয়সা। এতে আবাসিকে প্রতি ইউনিট পানির দাম বাড়বে ৭৫ পয়সা ও বাণিজ্যিক ব্যবহারে বাড়বে দুই টাকা ১০ পয়সা।
সর্বশেষ ঢাকা ওয়াসা ২০২১ সালের মে মাসে পানির দাম বাড়ায় পাঁচ শতাংশ, যাকে তারা ‘মূল্য সমন্বয়’ বলে অভিহিত করে। ওয়াসা আইন ১৯৯৬ এর ২২ ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের অনুমোদন সাপেক্ষে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করতে বছরে একবার সর্বোচ্চ পাঁচ শতাংশ বাড়ানোর সুযোগ রয়েছে। সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে আমেরিকা থেকে ঢাকায় অফিস করার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়।
ওয়াসার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, তাকসিম এ খান ওয়াসা বোর্ডের কাছে ঈদের পর দুই মাস আমেরিকায় থেকে অফিস করার অনুমতি চেয়েছিল। তাকে সে অনুমতি দেওয়া হয়নি। তবে তিনি ছুটি নিয়ে আমেরিকায় যেতে পারবেন বলেও বোর্ড সভায় সিদ্ধান্ত হয়। পরে তাকসিম এ খান ছুটি নিয়ে আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেন।
এএ