গাজীপুর মহানগরী কোনাবাড়িতে একটি ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে আগুন দেখতে পায় স্থানীয়রা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তেই আগুন পাশের ঝুট গুদামে ছড়িয়ে পরে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে আজ সকালে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার একটি ঝুট গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এম জি