বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বুধবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ সহায়তার চেক হস্তান্তর করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য তাঁদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এ অর্থ জমা দেওয়ার মাধ্যমে দুর্গত এলাকার মাঠপর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সক্রিয় ভূমিকার পাশাপাশি মহৎ উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন।
এম জি