ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এনামুল হক (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার রাতে উপজেলার কমলাপুরসহ আশপাশের গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
নিহত এনামুল হক ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের কমালাপুর গ্রামের নবেদ আলীর ছেলে। তিনি একজন মাছ ব্যবসায়ী।
গ্রেপ্তাররা হলেন- আ. মতিন (৫২) মফিদুল (৪৮) ও আতিক (৩৫)।
পুলিশ ও এলাকাবসী জানায়, নিহত এনামুল একই গ্রামের চান মাহমুদের নির্মাণ শ্রমিক ছেলেদের কাছে চট্টগ্রামে থাকা তার বড় ভাইয়ের কনট্রাকশন কাজের জন্য গত ঈদুল ফিতরের আগে অগ্রিম ১০ হাজার টাকা দেন। আড়াই মাস পার হলেও চান মাহমুদের ছেলেরা কাজে যোগ না দেওয়ায় তিনি বিষয়টি স্থানীয়দের জানান। এ নিয়ে বুধবার স্থানীয়ভাবে সালিস হওয়ার কথা ছিল। এর আগে মঙ্গলবার রাতে এনামুল হককে চান মাহামুদ ও তার ছেলেরা বাড়ির পাশে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত এনামুলকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বুধবার দুপুরে চিকিৎসারত অবস্থায় এনামুলের মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ফুলবাড়িয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।