ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার সৌদি আরব সফরের প্রথমদিন বাইডেন মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই মতামত ব্যক্ত করেন। খবর বিবিসির।
বাইডেন বলেন, 'বৈঠকের শুরুতেই আমি খাশোগি হত্যাকাণ্ডের কথা তুলেছি, ওই সময় এ বিষয়ে আমি কী ভাবতাম আর এখন কী ভাবি তা পরিষ্কার করেছি। আমি সোজাসাপটা এবং সরাসরি বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি আমার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দিয়েছি।
তিনি আরও বলেন, 'আমি অত্যন্ত সোজাসাপটাভাবে বলেছি, মানবাধিকারের একটি ইস্যুতে একজন আমেরিকান প্রেসিডেন্টের নিশ্চুপ থাকাটা অসঙ্গতিপূর্ণ।'
এম জি