তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়ন নিয়ে পুরোদেশ উজ্জীবিত হলেও বিএনপি আর কিছু বুদ্ধিজীবী হতাশ। তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।
শনিবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলাচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এই আহবান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, সেনা সমর্থিত অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের সময় তাদের দলের অনেক নেতা বেসুরো কথা বলেছিল। কিন্তু কোন লাভ হয়নি। এখনো অনেক ষড়যন্ত্র হয়।
তথ্যমন্ত্রী বলেন, ৩ মাসের আমদানি ব্যয় মেটানোর রিজার্ভ থাকলে যথেষ্ট, কিন্তু আমাদের ৬ মাসের রিজার্ভ আছে ৷ এ নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ অন্যরা।
এম জি