স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টিতে ব্যর্থতার পর ওয়ানডেতে জ্বলে উঠেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই টাইগাররা জিতে নিয়েছে সিরিজ। আজকের তৃতীয় ও শেষ ওয়ানডেটি তাই নিয়মরক্ষার। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগের দুই ম্যাচের মতো আজও টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে ঢুকেছেন তাইজুল ইসলাম। উইন্ডিজ একাদশেও এসেছে একটি পরিবর্তন। কাইল মেয়ার্সের পরিবর্তে নেওয়া হয়েছে কেসি কার্টিকে।
প্রথম ওয়ানডেতে ৬ এবং দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জয়লাভ করে টাইগাররা। আজও তামিমরা জিতলে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাইয়ের শিকার হবে ক্যারিবীয়রা।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : শাই হোপ, ব্রেন্ডন কিং, কেসি কার্টি, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক, উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আইজারি জুসেফ, কিমো পল ও গুদাকেশ মোতি।
এএ