নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার শালদিঘা কান্দাপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
দুই ভাই মিলন মিয়া (৪২) ও মোক্তার মিয়া (৩৭) ওই গ্রামের কেনু মিয়ার ছেলে। তারা উভয়েই কাঠের ব্যবসা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোক্তারের সঙ্গে কিছুদিন ধরে পরিবারের অন্য সদস্যদের মতবিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার রাত ১০টার দিকে মোক্তার তার মা ও বোনের সঙ্গে কথা কাটাকাটি করছিলেন তাদের পারিবারিক ঋণ পরিশোধের বিষয় নিয়ে। এসময় তার বড় ভাই মিলনের সঙ্গেও কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মোক্তারকে সজোড়ে ঘুষি দেন মিলন। এতে মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই মারা যান মোক্তার।
খালিয়াজুরীর লেপসিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এম জি