গাজীপুরের টঙ্গী রেলস্টেশনে তেলবাহী একটি ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে স্টেশনের মাস্টার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তেলবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশের ইন্সপেক্টর নূর মোহাম্মদ বলেন, চট্টগ্রাম থেকে রংপুর যাচ্ছিল তেলবাহী একটি ট্রেন। ট্রেনটি টঙ্গী স্টেশনে পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে।
এম জি