ফুলতলায় দু’বাড়িতে ডাকাতি ঘটনায় আটক ৯ মালামাল উদ্ধার
আপডেট: ২০১৫-১০-১৩ ১৮:৩৯:১৮
খুলনার ফুলতলায় দু’বাড়িতে ডাকাতি ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ ৯ ব্যাক্তিকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতিকৃত মালামালের মধ্যে ১টি ল্যাপটপ, ১টি ক্যামেরা, ২টি ট্যাব, ২টি মোবাইল উদ্ধার হয়।
থানার এসআই উজ্জল দত্ত জানান, ফুলতলার দামোদর গ্রামের ব্যবসায়ী ডায়মন্ডের বাড়িতে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে প্রথমে তরিকুল ইসলাম ও আদমআলীকে গ্রেফতার করা হয়। পরে তরিকুলের স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে চোরাই সিন্ডিকেটের প্রধান মোঃ সালেকের পুত্র সাইদুল ইসলাম (২১ কে রোববার রাতে খুলনার লবনচরা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতি হওয়া স্যামসাং ব্রান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তার দেয়া তথ্যের ভিত্তিতে স্যানিও ক্যামেরা, নকিয়া মোবাইল, ২টি ট্যাব ও কোরআই ফোরের ল্যাপটপ উদ্ধার এবং মোহাম্মদ আলীর পুত্র আশিকুল হাসান সাথিল (২১), ইমাম উদ্দিন মোল্যার পুত্র খোকন হোসেন (৩২), মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোঃ জাহাঙ্গীর হুসাইন (২৫), সোনাডাঙা গবরচাকা এলাকার আঃ মান্নানের পুত্র মোঃ নাজমুল হাসান (৩১), খালিশপুর এলাকার আবুল হোসেনের পুত্র মোঃ মুরাদ হোসেন (২৯), টুটপাড়া এলাকার আঃ বারী খলিফার পুত্র মোঃ সাইফুল (২৪)কে আটক করা হয়। এদিকে ফুলতলার স্কুল শিক্ষক বিশ্বনাথ কুন্ডুর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রোববার দিবাগত রাতে খুলনার বাগমারা এলাকার ইদ্রিস ফারাজির পুত্র বাদশা (২৬) ও খানজাহানআলী থানার পাড়িয়ারডাঙ্গা গ্রামের মৃতঃ ইউনুচ বিশ্বাসের পুত্র আঃ সালাম বিশ্বাস (৪০) কে আটক করে। আটককৃতদের সন্ধ্যায় জেল হাজতে প্রেরণ করা হয়।
সানবিডি/ঢাকা/তাপস/এসএস