রিগ্যানের স্ত্রী ন্যান্সির মৃত্যু
প্রকাশ: ২০১৬-০৩-০৭ ১১:২৩:৩৯

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের স্ত্রী ফার্স্ট লেডি ন্যান্সি রিগ্যান মারা গেছেন। স্থানীয় সময় রোববার সকালে লস অ্যাঞ্জেলসের বেল এয়ারের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে অবস্থিত ‘দ্য রোনাল্ড রিগ্যান লাইব্রেরি’ন্যান্সির মৃত্যুর এ খবর নিশ্চিত করেছে।
লাইব্রেরির মুখপাত্র জোয়ানে ড্রেক এক বিবৃতি বলেন, ‘রোববার সকালে লস অ্যাঞ্জেলসের বাড়িতে ৯৪ বছর বয়সে সাবেক ফার্স্ট লেডি ন্যান্সি রিগ্যান ইন্তেকাল করেছেন। শরীরের সব অঙ্গ-প্রতঙ্গ নির্জীব হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে তিনি মারা যান।
প্রেসিডেন্সিয়াল লাইব্রেরী সংলগ্ন স্বামী রিগ্যানের সমাধির পাশেই ন্যান্সিকে সমাহিত করা হবে।অন্তেষ্ট্যক্রিয়া শুরুর আগে সাধারণ জনগণ ন্যান্সিকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন বলেও বিবৃতিতে জানান ড্রেক।
রোনাল্ড রিগ্যানের মত ন্যান্সি রিগ্যানও একসময় হলিউডের অভিনয় শিল্পী ছিলেন। ন্যান্সি ডেভিস নামে তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরে তখনকার সুপরিচিত অভিনেতা রিগ্যানকে বিয়ে করেন।
১৯৮১ সালে রিগ্যান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথা অনুযায়ী মার্কিন ফার্স্ট লেডিতে পরিণত হন ন্যান্সি।এই দম্পতি ১৯৮৯ সাল পর্যন্ত হোয়াইট হাউজে ছিলেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপতি পত্নীদের মধ্যে একজন হিসেবে বিবেচনা করা হয় ন্যান্সিকে। অবশ্য প্রথমদিকে হোয়াইট হাউজের ব্যয়বহুল সংস্কার কার্যক্রমের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন। তবে পরে তিনি পরিণত হন জনপ্রিয় একজন ব্যক্তিত্বে।
ন্যান্সির সঙ্গে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ৫২ বছরের বৈবাহিক জীবনকে একসময় মার্কিন প্রেসিডেন্সির ইতিহাসে সবচেয়ে সেরা ভালবাসার সম্পর্ক বলে মনে করা হতো। ২০০৪ সালে মারা যান রোনাল্ড রিগ্যান। এর একযুগ পরে মারা গেলেন স্ত্রী ন্যান্সিও।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন,ন্যান্সি মার্কিন ফার্স্ট লেডিদের ভূমিকাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। তার মাদক বিরোধী প্রচারাভিযানও বেশ আলোচিত ছিল।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













