আসছে মানিকের ‘অচল পয়সা’

আপডেট: ২০১৬-০৩-০৭ ১১:৩১:৫৮


Manik.Sakibতরুণ নির্মাতা সাফায়াত সাকিবের পরিচালনায় ২০শে মার্চ  মুক্তি পাচ্ছে জীবনমুখী গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী অামিরুল মোমেনীন মানিকের নতুন ভিডিও গান ‘অচল পয়সা’ ৷ গানটির কথা শিল্পীর নিজের ৷ সুর করেছেন শাশা ৷ সঙ্গীতায়োজনে পারভেজ জুয়েল ৷ গানটির কথাগুলো এরকম: হৈ হৈ হৈ হৈ রৈ রৈ কাটে / সকাল থেকে সন্ধ্যা / অচল পয়সার মতো মানুষ/ হয়ে যাচ্ছে বন্ধ্যা ৷

স্বার্থের কারণে মানুষের বিবেক ও বোধহীনতার চরম বাস্তবতা তুলে ধরা হয়েছে গানের কথায় ৷ ভিডিওতে একটি গল্পের মধ্য দিয়ে চমৎকারভাবে উঠে এসেছে মানুষের অবক্ষয়ের চিত্র ৷

অামিরুল মোমেনীন মানিক গানটিতে উপস্থিত হয়েছেন স্বাতন্ত্র্যভাবে ৷ তাঁর অন্য গানগুলোর চেয়ে এই গানটির নির্মাণ সম্পূর্ণ অালাদা রকমের ৷ এখানে লিপসিংয়ের পাশাপাশি মানিককে দেখা যাবে ভিন্ন এক ভঙ্গিতে ৷ অার গানের গল্পে অভিনয় করেছেন বেশ কয়েকজন তরুণ অভিনেতা ৷

‘অচল পয়সা’ প্রসঙ্গে নির্মাতা সাফায়াত সাকিব বলেন, লোভে পাপ, পাপে মৃত্যু-এই কনসেপ্টের উপর তৈরী হয়েছে এই ভিডিওটি ৷ শিক্ষা ও অানন্দকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে ভিডিওতে, যা দর্শকের হৃদয়কে ছুঁয়ে দেবে ৷
ভিডিও’টির সহকারি পরিচালক হিসেবে রয়েছেন

অায়াতুল্লাহ ও লিটন সাহা ৷ চিত্রগ্রহণে অাবু সাইদ খান ৷ ভিএফএক্স করেছেন কামরুল হক সরকার ৷ অার সম্পাদনা করেছেন নির্মাতা সাফায়াত সাকিব নিজেই ৷

কণ্ঠশিল্পী অামিরুল মোমেনীন মানিকও অাশাবাদী যে, ‘অচল পয়সা’ তাঁর অন্য ভিডিও গানগুলোর জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবে ৷

সানবিডি/ঢাকা/এসএস