কিশোরগঞ্জের ভৈরবে ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক সেন্টারে নার্স রিমা প্রামাণিকের মৃত্যুরহস্য উদঘাটনে হাসপাতালের পরিচালক হানিফুর রহমান সুমনকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার সন্ধ্যায় তাকে কিশোরগঞ্জ ২ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। জ্যেষ্ঠ বিচারক কিশোর দত্ত তার রিমান্ড মঞ্জুর করেন। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১২ জুলাই বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) পল্লব সরকার আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
মৃত রিমা প্রামাণিকের বাবা সেন্টু প্রামাণিক গত ১২ জুলাই দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে ভৈরব থানায় মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হানিফুর রহমান সুমনকে। মামলার এজাহারে আসামি হিসেবে নার্স লিজা আক্তারের নামও রয়েছে।
উল্লেখ্য, এ হাসপাতাল থেকে গত ১১ জুলাই নার্স রিমার মরদেহ উদ্ধার করা হয়। তিনি এই হাসপাতালে দুই বছর ধরে নার্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের সেন্টু প্রামাণিকের মেয়ে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতালের বিছানা থেকে মরদেহ উদ্ধার করে। সে সময় একটি চিরকুট পাওয়া গেছে। এতে তার 'মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' লেখা ছিল। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।
এম জি