পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের রাইট শেয়ার বরাদ্দ পাওয়াদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির রাইট শেয়ার মঙ্গলবার (১৯ জুলাই) শেয়ারহোল্ডারদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে। কোম্পানিটির রাইট শেয়ারে গত ৭ জুন থেকে ২৮ জুন পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৩ মে।
গত ২০ এপ্রিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২১তম সভায় কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।
শেয়ারবাজার থেকে ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা উত্তোলনের জন্য সোনালী পেপার ১:২ অনুপাতে প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭২৯টি রাইট শেয়ার ইস্যু করে।
যন্ত্রপাতি ক্রয় করতে কোম্পানিটি রাইটের মাধ্যমে এই পরিমাণ শেয়ার ইস্যু করে।
সোনালী পেপারের এ রাইট শেয়ারে ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, কোম্পানিটি আগামী পাঁচ বছর কোনো বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না। এছাড়া তিন বছর কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার লক ইন থাকবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস