৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাসে পরিবর্তন আনতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পাশাপাশি ক্রমিক নম্বরের পরিবর্তে দৈবচয়নের ভিত্তিতে হবে আসনবিন্যাস।
মঙ্গলবার (১৯ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি ক্রমিকের প্রার্থীরা যেন পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন করতে না পারে সে জন্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব প্রার্থীর নিবন্ধন নম্বর কক্ষ অনুসারে দৈবচয়নের ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা তৈরি করা হয়েছে। হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড়-বিজোড় সংখ্যায় ভাগ করে আসন বসানো হবে। দৈবচয়নের ভিত্তিতে আসনবিন্যাস প্রস্তুত করায় নিজের আসন ও কক্ষ খুঁজে পেতে পরীক্ষার্থীদের একটু সময় লাগবে। এ জন্য পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে পিএসসি।
একসঙ্গে বিসিএসের আবেদন ফি জমা দেওয়ার মাধ্যমে পাশাপাশি ক্রমিক নম্বর নিয়ে প্রার্থীরা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করছেন— এমন অভিযোগ উঠেছিল গত কয়েকটি বিসিএস পরীক্ষাকে ঘিরে। এর পরিপ্রেক্ষিতেই ক্রমিক নম্বরের পরিবর্তে দৈবচয়নের ভিত্তিতে আসনবিন্যাস তৈরির পথে হাঁটল পিএসসি।
এএ