ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই গত সপ্তাহে রাশিয়ান গমের রফতানি মূল্য কিছুটা বেড়েছে। রুবলের ঊর্ধ্বমুখী বিনিময় মূল্য দাম বাড়াতে সহায়তা করেছে। কৃষিপণ্যের বাজার পরামর্শক প্রতিষ্ঠান ইকার এ তথ্য জানিয়েছে। অন্যদিকে নতুন ফসল উত্তোলন শুরু হওয়ায় রফতানির গতিও ত্বরান্বিত হয়েছে।
যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ব্যাংক, জাহাজীকরণ প্রতিষ্ঠান ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতায় পড়বে না রাশিয়ান খাদ্য ও সার রফতানি লেনদেন।
ইকার এক নোটে জানায়, ব্যবসায়ীরা বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। চলতি মাসে রাশিয়া সব মিলিয়ে ২০ লাখ টনেরও বেশি গম রফতানি করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।
গত সপ্তাহে কৃষ্ণ সাগরীয় বন্দর দিয়ে রাশিয়ান ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ গমের দাম ২ ডলার করে বেড়েছে। ফ্রি অন বোর্ড চুক্তিতে (এফওবি) প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৩৬০ ডলারে।
বন্দর সূত্রের বরাত দিয়ে বাজার পরামর্শক প্রতিষ্ঠান সভেকন জানায়, গত সপ্তাহে রাশিয়া সব মিলিয়ে পাঁচ লাখ টন গম রফতানি করেছে। গত বছরের একই সপ্তাহে রফতানির পরিমাণ ছিল ৩ লাখ ৪০ হাজার টন। এছাড়া সরবরাহের অপেক্ষায় থাকা গমের দাম টনপ্রতি ৩৫৫-৩৬০ ডলারে অবস্থান করছে।
এনজে