কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে টানা ৩ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দীন পাটোয়ারির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার (২১, ২২, ২৩ জুলাই) ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জবির প্রধান প্রকৌশলী হেলাল উদ্দীন পাটোয়ারি বলেন, নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য তিনদিন বিদ্যুৎ বন্ধ রাখতে হবে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হবে। আমরা শুক্র ও শনিবার দুদিনে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু দুদিনে এ কাজ শেষ করা সম্ভব নয়।
তিনি বলেন, একটি সাব-স্টেশন পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ সরবরাহের লোড নিতে পারে না। এজন্য নতুন অ্যাকাডেমিক ভবনসহ বিভিন্ন ভবনের জন্য সাব-স্টেশনটি ২০০০কেভি ধারণক্ষমতা সম্পন্ন করার জন্য নতুন যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে।
এম জি