নীলফামারীতে পুকুরে ডুবে মিজানুর রহমান (১৩) ও শাওন ইসলাম (১১) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) দুপুরে সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-এলাকার রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (১৩) ও আজিজুল ইসলামের ছেলে শাওন ইসলাম (১১)।
স্থানীয় ইউপি সদস্য আজহারুল ইসলাম বলেন, দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে ডুবে যায় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম জি