আবেদন চলছে এজ আল-আমিন শরীয়াহ ফান্ডের
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৭-২১ ০৮:৫৫:৩৮

বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড এজ আল-আমিন শরীয়াহ কনজ্যুমার ফান্ডের আবেদন চলছে। গত ১৮ জুলাই আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। বে-মেয়াদী মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এজ এএমসি লিমিটেড।
এর আগে গত ২৮ জুন অনুষ্ঠিত নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮২৯তম সভায় ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়।
আলোচিত ফান্ডটির প্রাথমিক আকার ২৫ কোটি টাকা। এতে উদ্যোক্তা এজ এএমসি লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে। যা ফান্ডের মোট আকারের (২৫ কোটি) ১০ শতাংশ। বাকী ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। এই ফান্ডের প্রতি ইউনিটের মূল্য হবে ১০ টাকা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এর উদ্যোক্তা এজ এএমসি লিমিটেড। ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর কাস্টোডিয়ানের দায়িত্বে থাকবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













