জনগণের মাঝে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে আগামী এক বছর প্রচারধর্মী এ কর্মসূচি বাস্তবায়িত হবে।
মন্ত্রণালয়ের ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ১টি মিডিয়া ও ১টি আইসিটি পরামর্শক প্রতিষ্ঠান এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।
কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং মিডিয়া পরামর্শক প্রতিষ্ঠান বাংলাঢোল লিমিটেড এবং আইসিটি পরামর্শক প্রতিষ্ঠান রিভ সিস্টেম লিমিটেডের মধ্যে মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার এক ক্রয়চুক্তি স্বাক্ষর হয়। এসময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের পরিচালক আবদুল্লা-আল-শাহীন, বাংলাঢোল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক এবং রিভ সিস্টেম লিমিটেডের যৌথ উদ্যোগ অংশীদার অ্যাডি সফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব রাব্বানি নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এম জি