করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে শরীরে মৃদু উপসর্গ থাকা সত্ত্বেও হোয়াইট হাউসে আইসোলেশনে থেকে কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২১ জুলাই) টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানান বাইডেন বলেন, তিনি ভালো অনুভব করছেন। তার শরীরের লক্ষণগুলো হালকা হচ্ছে।
তিনি বলেন, আজ সকালে আমি কোভিড পরীক্ষায় পিজিটিভ হয়েছি। কিন্তু আমাকে দুই ডোজ টিকা এবং দুইবার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। আমার উপসর্গগুলো হালকা। তবে আমি ভালো অনুভব করছি। অনেক কাজ করছি এবং তা চালিয়ে যেতে চাচ্ছি। এটা ঠিক হয়ে যাবে।
প্রসঙ্গত, ২০ সেকেন্ডের ভিডিওতে বাইডেনকে মাস্ক পরতে দেখা যায়নি। হোয়াইট হাউস বলছে, একজন মাস্ক পরা ভিডিওগ্রাফার সামাজিক দূরত্ব মেনে ভিডিও ধারণ করেছেন।
সূত্র: সিএনএন