উৎপাদনের চেয়ে তেলের বিক্রয়মূল্য কম নির্ধারণ করা হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বন্ধ করে দেবে বলে হুশিয়ারি দিয়েছে রাশিয়া।
রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার জন্য আমেরিকা প্রচেষ্টা চালাচ্ছে- এমন খবর প্রকাশ্যে আসার পর রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বুধবার এ হুশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিয়ে যুক্তরাষ্ট্র মূলত ইউক্রেন যুদ্ধে তহবিল সরবরাহ করা মস্কোর জন্য কঠিন করে তুলতে চাইছে।
আলেকজান্ডার নোভাকের বরাত দিয়ে বার্তা সংস্থা ‘ইন্টার ফ্যাক্স’ও তাস জানিয়েছে, তারা যে মূল্যের কথা বলছে যদি তাই নির্ধারণ করা হয় এবং সেটি যদি উৎপাদন মূল্যের চেয়ে কম হয় তা হলে অবশ্যই রাশিয়া আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিশ্চিত করবে না। এর অর্থ হচ্ছে— আমরা আর নিতান্তই ক্ষতির মুখে তেল সরবরাহ অব্যাহত রাখব না।
সূত্র: রয়টার্স, তাস।