ইবিতে ডেপুটি রেজিস্ট্রারের হাতে সহকারী ক্রিড়া পরিচালক লাঞ্ছিত

প্রকাশ: ২০১৬-০৩-০৭ ১৯:০৮:৩৭


IU.sunbdইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার নওয়াব আলী খানের হাতে সহকারী ক্রিড়া পরিচালক আসাদুর রহমান আসাদ লাঞ্ছিত হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে প্রশাসন ভবনে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক ব্যক্তির আবেদন পত্রে একটি ভুল সংশোধন করার জন্য ক্রিড়া বিভাগের সহকারী পরিচালক আসাদুর রহমান আসাদ ডেপুটি রেজিস্ট্রার ( প্রশাসন) নওয়াব আলী খানের কক্ষ থেকে পেন রিমোভার নেয়। এদিকে নওয়াব আলী পেন রিমোভার ফিরিয়ে দিতে আসাদকে তাগিদ দেয়। দুইটার দিকে সকল অফিস বন্ধ হয়ে যাওয়ায় পেন রিমোভার ফিরিয়ে দিতে পারে নি বলে জানান আসাদুর রহমান আসাদ। পরে নওয়াব আলীর সাথে তার প্রশাসনের সামনে দেখা হলে তার সাথে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে নওয়াব আলী তাকে মারধোর করে।

এসময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারী তাদেরকে সরিয়ে নেয়। এবিষয়ে ক্রিড়া বিভাগের সহকারী ক্রিড়া পরিচালক আসাদুর রহমান আসাদ বলেন, ‘পেন রিমোভার দিতে দেরি হওয়ায় তিনি আমার উপর চড়াও হন।’ ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) নওয়াব আলী খান বলেন, ‘একটি বিষয় নিয়ে তার সাথে আমার উচ্চ বাক্য বিনিময় হয় তবে মারধরের ঘটনা ঘটেনি।’

সানবিডি/ঢাকা/রাআ