বিয়ে করলেন ক্রিকেটার মুনিম শাহরিয়ার

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৩ ১৮:১০:৫৮


জাতীয় দলের ক্রিকেটার মুনিম শাহরিয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ফেসবুকে এক স্ট্যাটাসে বিয়ের করার কথা জানিয়ে মুনিম লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বিয়ে করেছি।’

মনিমের স্ত্রীর নাম কথা। ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছে ২২ জুলাই (শুক্রবার)। পরবর্তী সময়ে অনুষ্ঠান করা হবে।

মুনিমের বিয়ের বিষয়ে তার চাচা সরোয়ার জাহান মুকুল জানান, সময় স্বল্পতার কারনে ভাতিজার বিয়েটা একেবারেই পারিবারিক গন্ডিতে সীমিত আকারে করালাম, তাই আনুষ্ঠানিকভাবে কাউকে জানানোর সুযোগ পাইনি আমরা। আনুষ্ঠানিক প্রোগ্রামে সবাইকে জানাবো, দাওয়াত করবো, ইনশাআল্লাহ।

মুনিমের চাচা মুনিম-কথা দম্পতির জন্য দোয়া চেয়েছেন সবার কাছে। আগামী দুইদিন পর বিয়ের সব ছবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

বিয়ের দিনই সুখবর পেয়েছেন মুনিম শাহরিয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের মারকুটে এ ব্যাটার।

বিপিএলে ৬ ম্যাচে মুনিম রান করেছিলেন ১৭৮। যার গড় ২৯.৬৬ ও স্ট্রাইকরেট ১৫২.১৩। মুনিমের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৫১। টুর্নামেন্টে ১৫টি চারের পাশাপাশি ১৩টি ছক্কাও হাঁকান তিনি।

এম জি