দুর্নীতির জন্য ৩,০০,০০০ সরকারি কর্মকর্তার শাস্তি চীনে
প্রকাশ: ২০১৬-০৩-০৭ ২০:৪৪:৫৯

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বলছে, দুর্নীতির দায়ে তারা তিন লক্ষ সরকারি কর্মকর্তাকে শাস্তি দিয়েছে। প্রায় ২,০০,০০০ কর্মকর্তাকে লঘু শাস্তি দেয়া হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্নীতি দমনকে তার সরকারের একটি প্রধান দায়িত্ব হিসেবে চিহ্নিত করেছেন। পুলিশের জালে ধরা পড়ার পর বহু উচ্চপদস্থ কর্মকর্তাকে জেলে পাঠানো হয়েছে।
সরকারি প্রচার মাধ্যমে প্রায় প্রতিদিনই ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং অন্যান্য দুর্নীতির জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের খবর দেয়া হচ্ছে। চীনের সংসদের বাৎসরিক অধিবেশনে ২০১৫ সালের দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিবিসির চীন বিষয়ক বিশ্লেষক মাইকেল ব্রিস্টো বলছেন, বেইজিং-এর এই অধিবেশনে যেসব প্রতিনিধি যোগ দিচ্ছেন চীনা কমিউনিস্ট পার্টি তাদের স্মরণ করাতে চায় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান চলবে।
তবে কোন কোন পর্যবেক্ষক মনে করছেন দুর্নীতি-বিরোধী অভিযানের মধ্য দিয়ে পার্টি অতি উচ্চাভিলাষী কর্মকর্তাদের নিয়ন্ত্রণে রাখে।
সূত্র: বিবিসি
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













