সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সদ্যবিদায়ী অর্থবছরে আদা আমদানি ৩০ শতাংশ কমেছে। মূলত ভারতের বাজারে দাম বেড়ে যাওয়ায় আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এদিকে মসলাপণ্যটির আমদানি কমায় দেশের বাজারেও দাম বেড়েছে।
বাজারসংশ্লিষ্টরা জানান, দু-তিন সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে কেজিপ্রতি ২৫-৩০ টাকা বেড়েছে আদার দাম।
এদিকে সাতক্ষীরার ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা গিয়েছে, ২০২১-২২ অর্থবছরের জুলাই-জুন পর্যন্ত এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ৭৪ হাজার ৫৬৩ টন। যার মূল্য ৬৩৪ কোটি ৮৪ লাখ টাকা। আমদানীকৃত এসব পণ্য থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৩১ কোটি ৮৪ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরের তুলনায় আমদানি ৩০ শতাংশ কমেছে।
সূত্রটি জানায়, ২০২০-২১ অর্থবছরের জুলাই-জুন পর্যন্ত বন্দর দিয়ে আমদানি হয়েছিল ১ লাখ ১০ হাজার ১১৮ টন, যার মূল্য ৯৪১ কোটি টাকা। এটি থেকে সরকারের রাজস্ব আয় হয়েছিল ৪৭ কোটি ৬ লাখ টাকা।
এনজে