গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী বাসের চার যাত্রী নিহত এবং কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল করিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় রেললাইন অতিক্রম করছিল। সে সময় বাসটিকে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এ সময় কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন এবং ঘটনাস্থলে দুই জন নিহত হন।
ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, শ্রীপুর থেকে আহত অবস্থায় ময়মনসিংহে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়েছে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
ঘটনাস্থলে এসেছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।
এনজে