উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সহযোগীতামূলক জোট ডি-৮ এর মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন। চলতি বছরে শুরু হয়ে আগামী বছরের মধ্যে এ কাজ বাস্তবায়নের প্রত্যাশা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আগামী বুধবার ঢাকায় অনুষ্ঠিতব্য ২০তম ‘ডি-৮ কাউন্সিল অব মিনিস্টার্স’ শীর্ষক সভা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রোববার (২৪ জুলাই) সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী সভার আলোচিত বিষয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডি-৮ এ বাণিজ্য অনেক বেড়েছে। প্রায় ১০ বিলিয়ন ডলারের মতো। আমরা সম্প্রসারণ করতে চাই। আরো সুযোগ আছে। আর ডি-৮ এর ইন্ট্রা বা আন্তঃবাণিজ্য অনেক বেড়েছে। যখন ডি-৮ শুরু হয় তখন মাত্র ১৪ মিলয়ন ডলার। এখন সেটা বেড়ে গিয়েছে ১২০ গুণ, প্রায় ১৩০ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এটা একটা ভালো খবর। কিন্তু এখনো অনেক সুযোগ রয়েছে। সেটা আমরা যেনো আরো বর্ধিত করতে পারি, সেই নিয়ে আলোচনা হবে।
তিনি আরো বলেন, বর্ধিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এ সংশ্লিষ্ট সেক্রেটারিয়েট, তারা কাজ করছেন যে, ডি-৮ এর মধ্যে প্রেফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট(পিটিএ) করা যায় কি না। এটা করলে মনে হয় আমাদের ডি-৮ এর ইন্ট্রা ট্রেড আরো বাড়বে। আগামী বছরে আশা করা যাচ্ছে।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ খুব নিবিড়ভাবে কাজ করছে। এ বছর শুরু হয়ে যাবে, আগামী বছরের মধ্যে পিটিএটা বাস্তবায়ন করতে চাই। এ বছরটা অনেক গুরুত্বপূর্ণ ডি-৮ এর জন্য। এবছর ডি-৮ এর ২৫তম বর্ষপূর্তি উত্সব। সেদিক থেকে অনেক গুরুত্বপূর্ণ।
এএ